Logo

অন্যান্য

সমুদ্রের তল থেকে উঠে আসছে রহস্যময় প্রাণীরা, যা বলছেন বিজ্ঞানীরা

Icon

ফিচার ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৮

সমুদ্রের তল থেকে উঠে আসছে রহস্যময় প্রাণীরা, যা বলছেন বিজ্ঞানীরা

সম্প্রতি গভীর সমুদ্রের বেশ কয়েকটি ভয়ঙ্করদর্শন প্রাণী একের পর এক সমুদ্রপৃষ্ঠে উঠে আসছে, যা বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে। বিশেষত, স্পেনীয় দ্বীপ টেনেরিফের কাছে দেখা পাওয়া বিরল প্রজাতির হাম্পব্যাক অ্যাংলারফিশ বা 'ব্ল্যাক সি ডেভিল' নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

অ্যাংলারফিশ : সমুদ্রের শয়তান
হাম্পব্যাক অ্যাংলারফিশ গভীর সমুদ্রে, প্রায় ৫০০ থেকে ৪৫০০ মিটার গভীরতায় বসবাস করে। সাধারণত সূর্যের আলো যেখানে পৌঁছায় না, সেই ‘মেসোপেলাজিক’ অঞ্চলে এটি থাকে। মাছটির মাথায় অ্যান্টেনার মতো একটি শুঁড় থাকে, যা শিকারকে আকৃষ্ট করতে ব্যবহৃত হয়। ভয়ঙ্কর চোয়াল এবং কুচকুচে কালো রঙের জন্য একে ‘সমুদ্রের শয়তান’ বলা হয়।

২০১৪ সালে প্রথমবার বিজ্ঞানীরা এটি ক্যামেরাবন্দি করতে সক্ষম হয়েছিলেন। দীর্ঘ এক দশক পর আবারও স্পেনের উপকূলে দেখা মেলে মাছটির। গবেষকদের মতে, এটি সমুদ্রের পরিবর্তিত বাস্তুতন্ত্রের ইঙ্গিত দিতে পারে।

ডুম্‌সডে ফিশ: অরফিশের রহস্য
অ্যাংলারফিশের পাশাপাশি অরফিশ নামের আরেকটি গভীর সমুদ্রের মাছ সমুদ্রপৃষ্ঠে উঠে আসছে, যা অনেকেই ‘ডুম্‌সডে ফিশ’ নামে ডাকছেন। ১০ ফেব্রুয়ারি মেক্সিকোর এক সৈকতে বিশাল আকৃতির এক অরফিশ দেখা যায়।

জাপানি লোককথা অনুযায়ী, অরফিশ সমুদ্র ঈশ্বরের বার্তাবাহক। প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস হিসেবে এই মাছের সমুদ্রপৃষ্ঠে উঠে আসার ঘটনা ইতিহাসে একাধিকবার ঘটেছে। ২০১১ সালের জাপানের বিধ্বংসী ভূমিকম্পের আগে প্রায় ২০টি অরফিশ উপকূলে ভেসে উঠেছিল। বিজ্ঞানীদের মতে, ভূমিকম্পের কারণে সমুদ্রের গভীর চাপের পরিবর্তন হলে এসব মাছ উপরের দিকে উঠে আসতে পারে।

গবলিন হাঙর ও অন্যান্য প্রাণী
অ্যাংলারফিশ ও অরফিশের পাশাপাশি গবলিন হাঙর, স্টিজিওমেডুসা গিগান্টিয়া নামক বিশাল জেলিফিশ এবং ফ্রিল্‌ড হাঙরও সম্প্রতি সমুদ্রের উপরের দিকে উঠে আসছে। গবলিন হাঙরের দীর্ঘ মুখ ও প্রসারিত চোয়াল এটি আরও ভয়ঙ্কর করে তুলেছে। ২০১৪ সালে ফ্লোরিডার উপকূলে প্রথমবার এটি ধরা পড়ে।

কেন ঘটছে এমনটা, কী বলছেন বিজ্ঞানীরা?
বিজ্ঞানীদের মতে, সামুদ্রিক প্রাণীদের আচরণের পরিবর্তনের পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এসব প্রাণীর বাস্তুতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে। ভূমিকম্পের ফলে গভীর সমুদ্রে চাপের পরিবর্তন ঘটে, যা প্রাণীদের উপরের দিকে ঠেলে দিতে পারে। গভীর সমুদ্রে দূষণ বৃদ্ধি, তেল নিঃসরণ ও ট্রলিংয়ের কারণে প্রাণীগুলো তাদের স্বাভাবিক পরিবেশ থেকে সরে যেতে বাধ্য হচ্ছে।

বিজ্ঞানীরা এখনো বিষয়টি নিয়ে বিস্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন। তবে এটি নিশ্চিত যে, সমুদ্রের গভীরে বড় কোনো পরিবর্তন ঘটছে, যা আমাদের নজরে রাখা জরুরি। সূত্র : আনন্দবাজার

এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর