ছবি : সংগৃহীত
রাজধানীর কদমতলী থানার জুরাইন-পোস্তগোলা এলাকায় মো. রবি উল্লাহ রবি (৪৫) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। ঋণের বোঝা ও পাওনাদের চাপ সইতে না পেরে হতাশা থেকে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ শুনে রোববার দুপুরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, যতটুকু জানতে পেরেছি, রবি উল্লাহ একজন ব্যাবসায়ী ছিলেন। থাকতেন শ্যামপুর-পোস্তগোলা এলাকায়। তার বাবার নাম আহসানুল্লাহ। বিভিন্ন সময়ে ব্যবসায় লোকসান করে ঋণী হয়ে পড়েছিলেন প্রায় দুই কোটি টাকা। পাওনাদাররা বিভিন্ন সময়ে তাকে টাকার জন্য অপমান-অপদস্ত করতেন। মারধরও করতে চাইতেন। এসব কারণে তিনি অন্যত্র পালিয়ে থাকতেন। বাসায় যেতেন না। পরিবারের লোকজনদের সাথে সম্পর্কের অবনতি ঘটে। কারো সাথে সম্পর্ক ছিলো না। পরে পোস্তগোলা এলাকায় হাজী মুসলেউদ্দিন মাদ্রাসার পাশে তারই এক দুঃসম্পর্কের আত্মীয় মনির হোসেনের একটি রুমে আশ্রয় নেন। দেড় মাস যাবত তিনি সেখানেই থাকতেন। আজ সেই রুমে ফ্যানের সাথে ফাঁস দেন তিনি। সেখানকার লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ট্রিপল নাইনে পুলিশকে সংবাদ দেয়। এ সময় তার পকেট থেকে একটি চিরকুটও পাওয়া যায়।
তিনি বলেন, আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। তার নিকটতম স্বজনদের খোঁজ করছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি ঋণের টাকা, পাওনাদারদের চাপ ও পারিবারিক সম্পর্কের অবনতি- সবমিলিয়ে হতাশা থেকে আত্মহত্যা করেছেন। এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
আমিনুল ইসলাম/বিএইচ