Logo
Logo

রাজনীতি

‘আবু সাঈদ কি জীবন দিয়েছে নির্বাচনের জন্য?’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯

‘আবু সাঈদ কি জীবন দিয়েছে নির্বাচনের জন্য?’

আবু সাঈদ কি জীবন দিয়েছে নির্বাচনের জন্য?- এমন প্রশ্ন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের। তিনি বলেন, ‘সংস্কার আগে চাই। নির্বাচন আমরা অবশ্যই চাই, তবে সংস্কার ছাড়া নির্বাচন নয়। দেশের মানুষ সংস্কার চায়।’

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের বিজয় হয়নি। কৃষক-শ্রমিক-জনতা এরা যে বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করেছে, তা চাকরির জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য। সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এটা তখনই কার্যকরী হবে যখন ভাত-কাপড়ের জন্য কেউ মরবে না।’

আ স ম রব বলেন, ‘যখন বিনা চিকিৎসায় কেউ থাকবে না, আমাদের দেশ কেউ দখল করতে আসলে ১৮ কোটি মানুষ একসাথে লড়াই করব, তবেই হবে বিজয়। আমরা কারও তাবেদারি করার জন্য মুক্তিযুদ্ধ করিনি।’

তিনি আরও বলেন, ‘এই লড়াই বাংলার মানুষের লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততে হবে। বাকিটা আপনারা করবেন, আমি করে গেলাম যতটুক পারলাম।’

জেএসডি সভাপতি বলেন, ‘বিজয় হয়নি এখনো, যেদিন সবাই ভাত খেতে পারবে, যেদিন সবার কাপড় হবে, যেদিন সবার বাসস্থান হবে, কর্ম হবে, চিকিৎসা হবে, সেই দিনই হবে বিজয়। আর এই মুহূর্তে দরকার সংস্কার।’  

তিনি বলেন, ‘এত বছর হয়েছে এখনো শহীদ মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবীদের তালিকা হয়নি। এটা কীসের বিজয়! কার বিজয়! এটা স্বৈরাচারের বিজয়, ক্ষমতা হস্তান্তরের বিজয়।’  

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর