Logo
Logo

রাজনীতি

মানুষের জন্ম-মৃত্যুর মতো স্বাধীনতা একবারই : কাদের সিদ্দিকী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৫

মানুষের জন্ম-মৃত্যুর মতো স্বাধীনতা একবারই : কাদের সিদ্দিকী

শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। আর ২৬ মার্চ স্বাধীনতা দিবস। স্বাধীনতা বিজয় দুটোই এক কথা না। মানুষের জন্ম মৃত্যুর মতো স্বাধীনতা একবারই। কিন্তু বিজয় বারবারই আসে। তেমনিভাবে ২৪ এর গণঅভ্যুত্থান দেশে একটা ঐতিহাসিক বিজয় এনেছে।’

সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

খুব দ্রুত নির্বাচন না হলে মানুষ বিক্ষুব্ধ হবে বলে মন্তব্য করেছেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘দ্রুত নির্বাচন না হলে শেখ হাসিনার প্রতি যত বিক্ষুব্ধ হয়েছে মানুষ, তার চেয়েও হয়তো বেশি হবে।’

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর