Logo

রাজনীতি

পার্লামেন্ট সরকারের জন্য ১৭ বছর আন্দোলন করেছি : গয়েশ্বর

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫০

পার্লামেন্ট সরকারের জন্য ১৭ বছর আন্দোলন করেছি : গয়েশ্বর

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন আমাদের আদায় করতে হবে, নাকি যারা আছেন তারা স্বেচ্ছায় সুন্দরভাবে একটা নির্বাচন আয়োজন করবেন। এটি জনগণ এখনো অনুমান করতে পারছে না। আমরাও অনুমান করতে পারছি না। আমরা কি ১৭ বছর ধরে আন্দোলন করছি স্থানীয় নির্বাচনের জন্য? না, আমরা জনগণের ভোটে নির্বাচিত একটি পার্লামেন্ট সরকারের জন্য।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মহানগরী রাজবাড়ি মাঠে গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা নির্বাচনের কথা শুনি না, সকাল-বিকাল সংস্কারের কথা শুনি। কিন্তু সংস্কারের নামে জারি গান শোনার দরকার নেই। আপনারা ভোট দিতে চান? তাহলে বলুন, কত সময় লাগবে নির্বাচন আয়োজন করতে? আমার মনে হয়, আপনাদের অনন্তকাল লাগবে! তার মানে কি সারাজীবন দরকার অন্তর্বর্তীকালীন সরকার? কিন্তু জনগণ বলে, এ মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। যদি জনগণের আশা-আকাঙ্ক্ষার বাইরে গিয়ে চলেন, তাহলে হোঁচট খাওয়ার আশঙ্কা আছে।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টে ছাত্রদের আন্দোলনের সময় আমরা প্রথম থেকেই নৈতিক সমর্থন দিয়েছি। পরে সর্বোত্তম সমর্থন দিয়েছি, এক পর্যায়ে ছদ্মবেশে ঢুকে গেছি সেই আন্দোলনে। কারণ জনগণের সরকার ছাড়া কারও কাছে কোনো দায়বদ্ধতা থাকে না।

ড. ইউনূসকে ইঙ্গিত করে গয়েশ্বর বলেন, তিনি বলেছেন, ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে। তাই তিনি এখন ব্যস্ত ছাত্রদের নিয়ে। জনগণ কোথায় গেল? চালের দাম কত বেড়েছে, বিদ্যুতের দাম কত হলো। এসব তার দেখার বিষয় নয়! তিনি ছাত্রদের নিয়ে ব্যস্ত। এজন্য তার পাশে এখন ছাত্রদের প্রতিনিধি বসিয়ে নিয়েছেন, সারারাত দল বানান। শুনলাম, শুক্রবার দল ঘোষণা করবেন। ভালো কথা, তাহলে মন্ত্রিসভার লোকদের নামিয়ে দেন। গাছের আগাও খাবেন, তলারটাও খাবেন, তা হবে না।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহাম্মেদ সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল।

এছাড়া বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহশ্রমবিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবীর খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।

দেলোয়ার হোসেন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর