Logo

রাজনীতি

নতুন ছাত্রসংগঠন নিয়ে যা বললেন সমন্বয়ক মাসুদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৩

নতুন ছাত্রসংগঠন নিয়ে যা বললেন সমন্বয়ক মাসুদ

ছাত্রদের নতুন সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নিয়ে আশা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক ও সাবেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি  জাতীয় রাজনৈতিক স্থিতি প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘দলীয় রাজনীতির শিকার হয়ে বহু ছাত্র-ছাত্রীর প্রাণহানির ঘটনা দেশের জন্য একটি গভীর দুঃখজনক অধ্যায়, যা সংস্কারের প্রয়োজনীয়তা খুবই স্পষ্ট। আমরা ছাত্র কল্যাণকে অগ্রাধিকার দিয়ে ছাত্র রাজনীতি পুনর্নির্মাণের উদ্যোগকে সাধুবাদ জানাই। 


যদিও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশীজনের পক্ষ থেকে কিছু উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তবুও আমরা আশা করি যে একটি পারস্পরিকভাবে লাভজনক সমাধান আসবে, যা বিপ্লবের পর দেশের জাতীয় রাজনৈতিক স্থিতি প্রতিষ্ঠিত করবে।’

আব্দুল হান্নান মাসুদ আরও বলেন, ‘উৎসাহব্যঞ্জক খবর হচ্ছে, আমরা এখন একটি নতুন ছাত্র আন্দোলন পেয়েছি, যা ছাত্র রাজনীতির ভবিষ্যতকে পুনর্গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।’

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর