Logo

রাজনীতি

২০১৩ সালের ‘গণহত্যার’ বিচার চাইলেন শিবির সভাপতি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৮

২০১৩ সালের ‘গণহত্যার’ বিচার চাইলেন শিবির সভাপতি

২০১৩ সালের ‘গণহত্যার’ বিচার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে তিনি এই পোস্ট দেন।

জাহিদুল ইসলাম বলেন, ‘২০১৩ সালের ‘গণহত্যার’ বিচার চাই। ২০১৩ সালের আজকের এই দিনে (২৮ ফেব্রুয়ারি) কুরআনের পাখি আল্লামা সাঈদীর ফাঁসির রায় দেওয়া হয়েছিল। রায়ের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। এদিন খুনি হাসিনার নির্দেশে প্রায় শতাধিক প্রতিবাদী জনতাকে নির্বিচারে হত্যা করা হয়।’

ছাত্রশিবির সভাপতি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা ও শাহবাগী দোসরদের এই হত্যাকাণ্ডের জন্য বিচার হতে হবে। ২৮ অক্টোবর, পিলখানা, ২০১৩, শাপলা হত্যাকাণ্ড, জুলাই-আগস্টসহ প্রতিটি গণহত্যার বিচার চাই।’

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর