Logo

রাজনীতি

ঐক্যের মাধ্যমে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে : জামায়াত সেক্রেটারি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২০

ঐক্যের মাধ্যমে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে : জামায়াত সেক্রেটারি

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত

ঐক্যের মাধ্যমে জাতি গঠনে ভূমিকা রাখতে নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। 

গোলাম পরওয়ার বলেন, ‘জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা দল গঠন করবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের দল গঠন করার অধিকার আছে। এটা গণতান্ত্রিক দেশের সৌন্দর্য। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর প্রয়োজন নিজেদের মধ্যে চিন্তার ঐক্যের মাধ্যমে জাতি গঠনে ভূমিকা রাখা। কোনটি বড় দল কোনটি ছোট দল সেটা বিষয় না।’ 

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহ সভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের।

এসআইবি/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর