Logo

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের শুভেচ্ছা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৬

জাতীয় নাগরিক পার্টিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের শুভেচ্ছা

দুই দলের শীর্ষ দুই নেতা

নতুন গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে শুভেচ্ছা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এ উপলক্ষে বলেছেন, গণতান্ত্রিক রাজনীতিতে বহুদলীয় ব্যবস্থা গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশে বহুদলীয় রাজনীতির বদলে দুই দলীয় ব্যবস্থা গড়ে উঠেছে, যাতে সামগ্রিক রাজনীতি নানা সমস্যায় নিপতিত হয়েছে। নতুন দলের আত্মপ্রকাশ এই সমস্যার একটা বিকল্প সমাধান হবে ইনশাআল্লাহ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় তিনি একথা বলেন। নতুন রাজনৈতিক দলের তরুণ নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, রাজনীতি একটি কঠিন ও একই সাথে গুরুত্বপূর্ণ বিষয়। রাজনৈতিকের চরিত্র, বোধ-বিশ্বাস ও বোঝাপড়া একটি দেশের সামগ্রিক ভবিষ্যতকে প্রভাবিত করে। 

তিনি বলেন, একজন মেধাবী ও সৎ রাজনৈতিক একটি দেশের কল্যাণ নিশ্চিত করতে পারে যার নজির আমরা মালয়েশিয়া, সিংগাপুরসহ নানা দেশে দেখেছি। আবার একজন অসৎ রাজনীতিবিদ একটা দেশকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে তার প্রতিফল তো আমরা ভোগ করছি।

তিনি বলেন, এই বাস্তবতায় তরুণ প্রজন্মের এই রাজনৈতিক সংগঠন জাতিকে আশান্বিত করছে। আমরা জাতীয় নাগরিক পার্টিকে রাজনীতিতে স্বাগতম জানাচ্ছি।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর