Logo

রাজনীতি

রমজানে দিনে হোটেল বন্ধ রাখতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৪

রমজানে দিনে হোটেল বন্ধ রাখতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

রমজান মাসে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধসহ ‘অশ্লীলতা’ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে মাহে রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব বলেন।

তিনি বলেন, দেশ এখন ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে এবং জনগণ মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে। তবে, কিছু চক্র দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তাই দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এসব চক্রান্ত মোকাবিলা করতে হবে এবং শান্তি-স্বস্তির নতুন বাংলাদেশ গঠনের জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে।

জামায়াত আমির বলেন, রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে এসেছে। এটি তাকওয়া, সহনশীলতা ও সহানুভূতির মাস।

রমজানের বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অসৎ ব্যবসায়ীরা যেন দ্রব্যমূল্য বাড়াতে না পারে, সে জন্য অন্তর্বর্তী সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। দরিদ্র জনগণের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ভর্তুকি দেওয়ার পরামর্শও দেন তিনি।

এছাড়াও, দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং অশ্লীলতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি, দেশবাসীকে কুরআনের শিক্ষায় সমাজ গঠনের লক্ষ্যে রমজানকে আত্মগঠনের মাস হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।

এএইচএস/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর