
ছবি : বাংলাদেশের খবর
আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে দলটির প্রকাশ ঘটে।
নতুন এই দলের চেয়ারম্যান হয়েছেন নিরাপদ সড়ক চাই-নিসচা’র প্রধান ইলিয়াস কাঞ্চন। মহাসচিব হয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা সাংবাদিক শওকত মাহমুদ।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ৩২ বছর ধরে আমি নিরাপদ সড়কের আন্দোলন করে যাচ্ছি। এই ৩২ বছরে কোনোরকমের সরকারি সাহায্য-সহযোগিতা পাইনি। যে কারণে নিরাপদ সড়ক আন্দোলনটি আমি বাস্তবায়ন করতে পারিনি।
তিনি আরও বলেন, আমি যেটুকু জানি, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এটি বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই আমি নিসচার সঙ্গে থেকে যেভাবে এই দেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনইভাবে এই রাজনৈতিক দলটির মাধ্যমেও কাজ করতে চাই। আশা করি, আপনারা আমাদের সহযোগিতা করবেন, সবসময় উৎসাহ-অনুপ্রেরণা দেবেন।