Logo
Logo

রাজনীতি

ইসলামি দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের চিন্তা করছি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৭:১৬

ইসলামি দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের চিন্তা করছি

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

বাংলাদেশের ইসলামি রাজনীতি ও টিভি টকশোর আলোচিত নাম মাওলানা আহমাদ আলী কাসেমী। তিনি একাধারে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও খেলাফত মজলিসের নায়েবে আমিরের দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে দীর্ঘ দিন ধরে শিক্ষকতা করছেন কওমি মাদ্রাসায়। ইসলামি রাজনীতির হালচাল, আলেমদের ঐক্য ও আগামী নির্বাচনে তার দলের অবস্থান ইত্যাদি নানা বিষয়ে কথা বলেছেন বাংলাদেশের খবরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন বেলায়েত হুসাইন। 

বাংলাদেশের খবর : আওয়ামী সরকারের পতনের পর ইসলামি রাজনৈতিক অঙ্গনে কি কোনো পরিবর্তন এসেছে, এ বিষয়ে আপনার অভিজ্ঞতা কী? 

মাওলানা আহমাদ আলী কাসেমী : স্বৈরাচারদের পতনের পর ইসলামী দলগুলো তাদের দলীয় কর্মসূচিগুলো নির্বিঘ্নে পালন করতে পারছে। সেই হিসেবে বলা যায়- পরিবর্তন এসেছে।

বাংলাদেশের খবর : আগামী নির্বাচনে সমীকরণটা কী রকম হতে পারে, মানে বিগত সময়ের সুষ্ঠু নির্বাচনগুলোতে সাধারণত আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতাটা হতো, আসন্ন নির্বাচনে সেটা কেমন হতে পারে?

মাওলানা আহমাদ আলী কাসেমী : এবার ইসলামি দলগুলো যদি ঐক্যবদ্ধ কোনো প্লাটফর্মে আসে, তখন বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা থাকবে বেশি।

বাংলাদেশের খবর : আপনাদের দল খেলাফত মজলিস কি এককভাবে নির্বাচন করবে নাকি কোনো বড় দলের শরীক হয়ে? শরীক হলে কোন দলের সঙ্গে জোট গড়ার সম্ভাবনা বেশি?

মাওলানা আহমাদ আলী কাসেমী : আমরা আগামী নির্বাচন যথাসম্ভব ইসলামি ঘরানার দলগুলোর সাথে থেকে ঐক্যবদ্ধভাবে করার চিন্তা করছি, তা না হলে বিকল্প দলীয় প্ল্যাটফর্মে নির্বাচন করার চিন্তা করতে হবে।

বাংলাদেশের খবর : বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচনে ইসলামি দলগুলোর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে খেলাফত মজলিসসহ অন্যান্য ইসলামি দলগুলোর মধ্যে কি ধর্মপ্রাণ মুসলিমরা ঐক্যের স্বপ্ন দেখতে পারে?

মাওলানা আহমাদ আলী কাসেমী : বিশ্লেষকরা যা বলছেন তা অনেকটা যথার্থই মনে হয়। এক্ষেত্রে আমরা ঐক্যের পথেই হাঁটছি।

বাংলাদেশের খবর : রাজনীতিতে আলেমদের অবস্থান খুব একটা শক্তিশালী নয়, এর কারণ কী বলে মনে করেন?

মাওলানা আহমাদ আলী কাসেমী : আলেমরা এখনও রাজনীতিকে যথাযথ গুরুত্ব দেন না। রাজনীতি আমাদের অস্তিত্বের জন্য অত্যন্ত জরুরি। আলেমরা যত তাড়াতাড়ি একথা অনুধাবন করবেন ততই তাদের রাজনীতিতে অংশগ্রহণ বাড়তে থাকবে। বর্তমানে নবীন অনেক আলেম রাজনীতির দিকে অগ্রসর হচ্ছেন।

বাংলাদেশের খবর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে খেলাফত মজলিস ও কওমি মাদ্রাসাভিত্তিক ইসলামি দলগুলোর মধ্যে কি ঐক্যের সম্ভাবনা আছে। এ বিষয়ে আপনার অভিমত জানতে চাই!

মাওলানা আহমাদ আলী কাসেমী : কওমি করনার ইসলামী দলগুলোর সাথে জামায়াতে ইসলামীর ঐক্যের সম্ভাবনাকে নাকচ করছি না, তবে অনেকটা দুরূহ মনে করছি। 

বাংলাদেশের খবর : আপনার ছেলে আবু হানিফা নোমান বিগত সরকারের আমলে গুম হয়। সরকার পতনের পর গুম হওয়া অনেকে ফিরে এসেছে। আপনিও ছেলের জন্য অপেক্ষা করছিলেন ‘আয়নাঘর’র সামনে। ছেলেকে কি পেয়েছেন? কেন এবং কীভাবে তাকে গুম করা হয়েছিল, বিষয়টি যদি স্পষ্ট করতেন!

মাওলানা আহমাদ আলী কাসেমী : আমার ছেলে মূলত বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি, তার গুম কীভাবে হয়েছে সেই সঠিক তথ্যটি আমাদের কাছে নেই। যেহেতু দীর্ঘদিন বিভিন্নভাবে খোঁজাখুঁজি করার পর তার কোনো সন্ধান পাচ্ছি না, তাই আমরা বিশ্বাস করছি তাকে গুম করা হয়েছে।

বাংলাদেশের খবর : একজন ইসলামি রাজনীতিবিদ হিসেবে সাধারণ জনগণের প্রতি যদি কোনো বিশেষ বার্তা থাকে! 

মাওলানা আহমাদ আলী কাসেমী : সাধারণ জনগণের প্রতি আমার আহ্বান- ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, রাজনীতি ইসলামের বাইরের কিছু না। পরিপূর্ণ ধর্মের অনুশাসন প্রতিপালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা রাষ্ট্রীয়ভাবে দ্বীন প্রতিষ্ঠা করতে পারব।

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর