Logo
Logo

রাজনীতি

হাসিনার পতন হলেও ফ্যাসিবাদের পতন হয়নি : গয়েশ্বর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:৪১

হাসিনার পতন হলেও ফ্যাসিবাদের পতন হয়নি : গয়েশ্বর

ছবি : বাংলাদেশের খবর

শেখ হাসিনার পতন হলেও ফ্যাসিবাদের পতন হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দলটির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গণতন্ত্রের প্রশ্নে আমরা সব সময় আপসহীন আন্দোলন করেছি। ফ্যাসিবাদী চরিত্রের অধিকারী হাসিনার পতন হলেও ফ্যাসিবাদের পতন হয়নি। এটা অনুশীলনের বিষয়। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে মানুষ যখন ছুটবে, গণতন্ত্রের ভাষা বুঝতে চেষ্টা করবে, তখনই ক্রমান্বয়ে সবার জীবন থেকে স্বৈর মনোভাব, ফ্যাসিবাদী মনোভাব মুছে যাবে।’ 

তিনি বলেন, ‘শুধু একজন ব্যক্তি (শেখ হাসিনা) মাইনাস হলেই সবকিছু পরিবর্তন হয় না। সুষ্ঠু সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়া সম্ভব। যতক্ষণ পর্যন্ত দলমত নির্বিশেষে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে না, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে না।’

তিনি আরও বলেন,  ‘প্রত্যেকটি রাজনৈতিক দল যদি গণতন্ত্র পরিচর্যার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে সফল করতে পারে, তাহলে দেশি-বিদেশি চক্রান্ত মোকাবিলা করা সম্ভব।’

ডিআর/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর