বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কয়েকটি টেস্ট (পরীক্ষা) গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এসব পরীক্ষার রিপোর্ট দেখে তার পরবর্তী চিকিৎসা শুরু হবে। তবে এখন পর্যন্ত পূর্বের ওষুধই তাকে দেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএসএমএমইউ হাসপাতালের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, গত বুধবার খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা কেবিন ব্লকের ষষ্ঠ তলায় গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করেন। এরপর তাকে কিছু টেস্ট দেন। গতকাল তার এসব টেস্ট করা হয়েছে। টেস্টগুলোর রিপোর্ট দেখে পরবর্তী করণীয় ঠিক করবেন বোর্ডের সদস্যরা। এদিকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন।