আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ইউরোপীয় পার্লামেন্ট মনে করছে বাংলাদেশে এ মুহূর্তে নির্বাচনের সহায়ক পরিবেশ বিরাজ করছে। তাই তারা নির্বাচনের সময় পর্যবেক্ষক পাঠাবে না। এটা তাদের ইন্টারনাল বিষয়।’
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে না জানানোর পর সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটি। তারপর ওবায়দুল কাদেরের এ বক্তব্য এলো।
বৈঠক সূত্র জানায়, এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রস্তুতি ও আগামী নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সব ধরনের বিষয়ভিত্তিক আলোচনা হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মোহাম্মদ জমির ও সদস্য সচিব ড. শাম্মী আহম্মেদ বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে না জানিয়ে বিবৃতি দেয় ইইউ। বিবৃতিটি ইইউ প্রতিনিধিদের বাংলাদেশ কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়। ইউরোপীয় পার্লামেন্টের ডেমোক্র্যাসি সাপোর্ট ও নির্বাচনী সহায়ক গ্রুপের কো-চেয়ারদের ওই বিবৃতিতে বলা হয়, ইইউ পার্লামেন্ট আসন্ন নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে না এবং ভোট বা ফল ঘোষণার পর কোনো মন্তব্যও করবে না। এমনকি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলও থাকবে না।
ইইউ পার্লামেন্টের দুই সদস্য ডেভিড ম্যাক অ্যালিস্টার ও লিন্ডা ম্যাকআভান স্বাক্ষরিত ওই বিবৃতিতে আরো বলা হয়, ইইউ পার্লামেন্টের কোনো সদস্যকে এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে পার্লামেন্টের পক্ষ থেকে পর্যবেক্ষণ বা মন্তব্য করার দায়িত্ব দেওয়া হয়নি।