Logo
Logo

রাজনীতি

ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চায় না : জামায়াত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:০০

ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চায় না : জামায়াত

ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। 

বিবৃতিতে সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় বিএসএফের হত্যা, জুলুম ও নির্যাতনের বারবার প্রতিবাদ জানানো সত্ত্বেও ভারত সরকার তাতে কর্ণপাত করছে না। ভারতীয়দের এ আচরণে প্রমাণিত হচ্ছে, তারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় না।’

বাংলাদেশের সঙ্গে ভারতের বৈরী আচরণ কল্যাণকর হবে না উল্লেখ করে জামায়া সেক্রেটারি বলেন, ‘গত ১৮ ডিসেম্বর যশোর জেলার বেনাপোল সীমান্তবর্তী শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে বিএসএফের নির্যাতনে ৩ জন বাংলাদেশি যুবক নিহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে লক্ষ করছি , ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিএসএফের বাংলাদেশি লোকদের হত্যা ও জুলুম-নির্যাতন বেড়ে গিয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভারতের এ ধরনের উসকানিমূলক ও হঠকারী আচরণ অবিলম্বে বন্ধ করার জন্য আমরা দেশটির সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর