২০২৫ সালের মধ্যে নির্বাচন চায় বিএনপি ও সমমনারা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ২২:০০
বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে ১২ দলীয় জোটের নেতারা। ছবি : সংগৃহীত
২০২৫ সালের মধ্যে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন বলে মত দিয়েছেন বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ১২ দলীয় জোটের নেতারা। তাদের মতে, যদি ২০২৫ সালের মধ্যে নির্বাচন আদায় করা না যায়, তবে তা নানা কারণে আরও বিলম্বিত হতে পারে। সুতরাং, নির্বাচনের জন্য সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরি করতে হবে।
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ১২ দলীয় জোটের নেতারা এই মতামত প্রকাশ করেন। বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বিএনপি নেতারা জোটের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান রেখে জানান, নির্বাচন নিয়ে তাদের মতামত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচিত হবে এবং আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে তা তুলে ধরা হবে।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে, এবং অন্যান্য সমমনা দলের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে, এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিএনপির পক্ষ থেকে আরও আলোচনা করার পরই সিদ্ধান্ত জানানো হবে।
তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে এবং ফ্যাসিবাদী শাসনের পতন ঘটেছে। তবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে যখন জনগণ অবাধে ভোট দিতে পারবে এবং নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে।
জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, তারা দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন চালিয়ে আসছেন এবং বিএনপির সঙ্গে আরও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কর্মসূচি ঘোষণা করা হবে।
সমমনা জোটের এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ জানান, তারা ১৫ বছর ধরে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে আসছেন এবং সরকারের কাছে সুনির্দিষ্ট নির্বাচনী রোড ম্যাপের দাবি জানিয়েছেন। তাদের মতে, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে দেশের সমস্যা সমাধান হবে না।
১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের মধ্যে আরও ছিলেন শাহাদাত হোসেন সেলিম, সৈয়দ এহসানুল হুদা, ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, অধ্যাপক নুরুল আমিন বেপারী, রাশেদ প্রধানসহ অন্যান্যরা। তারা সকলেই একমত যে, আগামী জাতীয় নির্বাচন ২০২৫ সালের মধ্যে হওয়া উচিত এবং ২০২৬ সালে নির্বাচন অনুষ্ঠিত হলে তা হতে দেওয়া যাবে না।
ডিআর/এমএইচএস