Logo
Logo

রাজনীতি

আহতদের চিকিৎসায় সরকার বড় কিছু করেনি : জামায়াত আমির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩:০৩

আহতদের চিকিৎসায় সরকার বড় কিছু করেনি : জামায়াত আমির

ছবি : বাংলাদেশের খবর

জুলাই-আগস্টে আহতদের বিদেশে চিকিৎসার জন্য সরকার এখনো বড় কিছু করতে পারেনি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানী পল্টনে একটি হোটেলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

জামায়াত আমির বলেন, ‘আন্দোলনে প্রায় ৫শ’ লোক চোখ হারিয়েছেন। তাদের জীবনের আলো নিভে গেছে। আমরা সরকারকে তাৎক্ষণিক বলেছিলাম, আহতদের চিকিৎসায় অগ্রাধিকার দিন। সরকার তখন বলেছিল, তাদের চিকিৎসা নিশ্চিত করবে দেশে এবং বিদেশে। কিন্তু আমার জানা মতে, দেশে কিছু চিকিৎসা দিলেও এটা পর্যাপ্ত নয় এবং বিদেশের ব্যাপারে সরকার এখনো বড় কিছু করতে পারেনি।’

তিনি বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্তদের জন্য একটি সংগঠন করি। শুরু থেকেই দেশজুড়ে আমাদের অগ্রাধিকার ছিল আহত ও শহীদ পরিবারের প্রতি। আলহামদুলিল্লাহ, আমাদের সবগুলো শাখা তাদের সামার্থ্য অনুযায়ী দিয়েছে।’ 

শহীদদের দলীয়ভাবে ভাগ না করার অনুরোধ জানিয়ে ড. শফিক আরও বলেন, ‘শহীদরা জাতীয় সম্পদ। তাদের কাছে আমরা ঋণী। তাদেরকে দলীয়ভাবে ভাগ করবেন না।’

ডিআর/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর