ভোটারের বয়স নিয়ে ইউনূসের প্রস্তাবের সমালোচনা ফখরুলের
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১৭:০৩
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কমিয়ে ১৭ বছর করার প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত নেওয়া নির্বাচন কমিশনের কাজ। এ বিষয়ে প্রধান উপদেষ্টা মতামত দেওয়ার মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা প্রথমেই বলে দিচ্ছেন, ভোটারের বয়স ১৭ হলে ভালো হয়। আপনি যখন বলছেন, তখন নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি হয়। এটা ইলেকশন কমিশনের কাজ, তাদের উপর ছেড়ে দিন।
তিনি আরও বলেন, ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স ১৮ বছর সবার কাছে গ্রহণযোগ্য। যদি বয়স কমানোর প্রয়োজন হয়, তবে নির্বাচন কমিশন রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারে।
এছাড়া, নির্বাচন বিলম্বিত হওয়ার বিষয়ে মানুষের মাঝে আশঙ্কার সৃষ্টি হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে বলে মানুষের ধারণা হচ্ছে। এর ফলে মানুষের মধ্যে শঙ্কা বাড়ছে।
নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনায় তিনি বলেন, নতুন দল গঠন হলে আমাদের কোনো আপত্তি নেই। তবে কতটা কার্যকর হবে তা জাতি বিচার করবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। কিন্তু নির্বাচন প্রক্রিয়া দিনের পর দিন বিলম্বিত হতে পারে না।
ডিআর/এমএইচএস