বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। সারা দেশের সদস্যদের অনলাইন ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০০৯ সালের পর সকল সদস্যের সরাসরি উপস্থিতিতে এ বছরের সম্মেলন হয়েছে।
এবারের সদস্য সম্মেলনের স্লোগান, ‘সংগ্রাম আর সাহসী জীবন/সততায় ভরা মন/জ্ঞানের আলোয় বিপ্লব হবে/নতুন উজ্জীবন’।
সদস্য সম্মেলনের অন্যতম কর্মসূচি কেন্দ্রীয় সভাপতি নির্বাচন। সদস্যদের প্রত্যক্ষ ভোটে এক বছরের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচন হয়ে থাকে।
শিবিরের সংবিধান অনুযায়ী, নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। যার কার্যক্রম এখন চলমান রয়েছে।
এর আগে, মঙ্গলবার সকাল ৮টায় সদস্য সম্মেলন শুরু হয়। শিবিরের ঐতিহ্য অনুযায়ী বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ওসমানের পিতা এই সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দুটি সেশনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উন্মুক্ত সেশন ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যকারী সেশন অনুষ্ঠিত হচ্ছে।
ওএফ