পরিকল্পনার টেবিলে একসাথে কাজ করেছি : শিবিরের সম্মেলনে সার্জিস
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬:০৮
ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, ‘জুলাই বিপ্লবে আমরা পরিকল্পনার টেবিলে একসাথে কাজ করেছি। আগামীতেও দেশ গঠনে যেন সেভাবেই কাজ করতে পারি, সেই প্রত্যাশা রাখছি।’
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সার্জিস বলেন, ‘বিগত ১৭ বছরে খুনি শেখ হাসিনা যাকেই তার পটেনশিয়াল থ্রেট মনে করেছিল, তাকেই নানা উপাধি দিয়ে, তকমা দিয়ে, ব্লেইম-গেইম খেলায় মেতে উঠেছিল। আমরা দেখেছি, নিরপরাধ মানুষকে, নিরপরাধ আলেমকে জেলখানা থেকে শুরু করে হামলা-মামলা-নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে।’
তিনি বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে মনে করি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংগঠন ছিল, স্বাধীন দেশেও যাদের বেঁচে থাকাটা দুঃসাধ্য করে রেখেছিল খুনি হাসিনা।’
শিবিরকে উদ্দেশ করে সার্জিস আলম বলেন, ‘আপনাদেরকে খুনি হাসিনা যেভাবে উপস্থাপন করেছিল জাতির সামনে, বর্তমান প্রজন্ম সেটা গ্রহণ করেনি। বর্তমান প্রজন্ম বিকেববোধসম্পন্ন বলেই খুনি হাসিনাকে দেশছাড়া করেছে। এই প্রজন্ম তার প্রেসক্রিপশন বিশ্বাস করে না বলেই তাকে পালাতে বাধ্য করেছে। আমরা বিশ্বাস করি, আপনারা আপনাদের গ্রহণযোগ্যতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা জুলাই বিপ্লবে যেরকম একসাথে পরিকল্পনার টেবিলে কাজ করেছি, আশা করি, আগামীতেও একসাথে কাজ করে দেশ গঠনে ভূমিকা রাখব। সবাই ঐক্যবদ্ধ থেকে নতুন কোনো ফ্যাসিস্টের উত্থান হতে দেবো না।’
ডিআর/এমজে