Logo
Logo

রাজনীতি

মানুষ আর কোনো ৭ জানুয়ারি চায় না : ইসলামী আন্দোলন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ১৯:২৬

মানুষ আর কোনো ৭ জানুয়ারি চায় না : ইসলামী আন্দোলন

মানুষ আর কোনো ৭ জানুয়ারি চায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার সাপ্তাহিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছরে দেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন পাওয়া হয়নি। সেই ধারাবাহিকতায় দলবাজ-দুর্নীতিবাজ আমলাদের সহায়তায় ৭ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে  ভোটাধিকার হরণের দৃশ্য দেখেছে জনগণ। সেটা আর দেখতে চায় না।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ‘দলবাজ-দুর্নীতিবাজ আমলা ও রাজনীতিবিদদের কারণে দেশে বৈষম্যবিরোধী আন্দোলন হয়েছে। এ আন্দোলনের ধারাবাহিকতায় জনরোষের ভয়ে প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া, সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ও জাতীয় মসজিদের খতিবকে পালিয়ে নিরাপদ আশ্রয় খুঁজতে হয়েছে।’

ইউনুছ আহমাদ দুর্নীতিবাজ, দলবাজ রাজনৈতিক নেতা ও আমলাদের ২০২৪-এর আন্দোলন থেকে শিক্ষা নিয়ে জনপ্রত্যাশার নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

এ সময় বক্তব্য দেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কে এম আতিকুর রহমান, মাওলানা লোকমান হোসাইন জাফরী, হারুনুর রশীদ, মাওলানা নুরুল করীম আকরাম প্রমুখ।

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর