শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না : জিএম কাদের
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৬:৫৮
শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
বুধবার (১ জানুয়ারি) দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সভায় তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘আমরা একটি রাজনৈতিক নিবন্ধিত দল, শান্তিপূর্ণ কর্মসূচি করার অধিকার আমাদের আইনগত অধিকার, তা করতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তার কথা বলে সমাবেশের অনুমতি দিচ্ছে না। কেউ যদি হুমকি দিয়ে থাকে, রাষ্ট্রের দায়িত্ব ছিল নিরাপত্তা নিশ্চিত করার, রাষ্ট্র সেটি পালন করছে না।’
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর আইডিইবি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছিল দলটি। প্রশাসনের অনুমতি না পাওয়ায় দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করে।
বৈষম্যমুক্ত দেশের কথা বলেও রাজনীতিতে বিভাজন করা হচ্ছে জানিয়ে জিএম কাদের বলেন, ‘বৈষম্য মুক্ত দেশের কথা বলা হলেও ফ্যাসিস্ট শক্তির দোসর বলে রাজনীতিতেও বিভাজন করা হচ্ছে। বিনা বিচারে নির্যাতন, হয়রানি মামলা দেওয়া, বাড়ি-ঘর, ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে। হত্যার বিচারের নামে প্রহসন করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা এটাকে ফ্যাসিবাদ হিসেবে দেখছি, নব্য ফ্যাসিবাদ আবার চেপে বসেছে। ৪৮ দলের মধ্যে ৩০টি দলকে বাদ দিয়ে নির্বাচন করা কথা ভাবা হচ্ছে।
বড় দল ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘সব দলের মতামত না নিলে সংস্কার টেকসই হবে না। জাতীয় পার্টিসহ দেশের বড় রাজনৈতিক দল ছাড়া নির্বাচনও গ্রহণযোগ্য হবে না।’
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমাদের দেশের কোনো সরকার ক্ষমতা ছাড়তে চায় না, এর অন্যতম কারণ ক্ষমতা ছাড়ার পর অত্যাচারিত হয়। যেমনটি হয়েছিল এরশাদের সঙ্গে। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পর তাকে জেলে যেতে হয়েছিল।’
তিনি বলেন, ‘কেউই নিরাপদ নয়, কে, কখন, কীভাবে ফ্যাসিবাদের দোসর হয়ে যাবেন, বলতে পারবেন না। যেভাবে দেশকে বিভক্ত করেছে, সুষ্ঠু নির্বাচন কিংবা সংস্কার সম্ভব হবে না।’
ডিআর/এমজে