পরিকল্পিতভাবে পরিস্থিতি জটিল করার চেষ্টা চলছে : প্রিন্স
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১৯:৪০
ফাইল ছবি
পরিকল্পিতভাবে পরিস্থিতি জটিল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বুধবার (১ জানুয়ারি) ময়মনসিংহের হালুয়াঘাটে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পরিপূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, ‘পরিকল্পিতভাবে পরিস্থিতি জটিল করার চেষ্টা চালানো হচ্ছে । নির্বাচনকে বিলম্বিত করে নির্বাচন ছাড়াই ক্ষমতাবান হওয়ার প্রচেষ্টা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষার পরিপন্থী ।’
তিনি বলেন, ‘দেশের বর্তমান জটিল পরিস্থিতিতে জাতীয় ঐক্য যখন আরও সুদৃঢ় ও মজবুত হওয়ার প্রয়োজন, তখন ক্রমাগত জাতীয় ঐক্যবিরোধী তৎপরতা পরিলক্ষিত হচ্ছে।’
প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে জানিয়ে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘অহেতুক উত্তেজনা সৃষ্টি করে রাজনৈতিক ফয়দা লাভের দিন শেষ। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনীতি ও রাষ্ট্রের পরিবর্তন আনতে হলে জননির্ভর গঠনমূলক রাজনীতি করতে হবে।’
১৫ বছরের সংগ্রাম উল্লেখ ছাড়া ঘোষণাপত্র পূর্ণতা পাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ১৫ বছরের আন্দোলন, সংগ্রামের উল্লেখ ব্যতীত গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র পূর্ণতা পাবে না, সর্বজনীনও হবে না। সরকারি ঘোষণায় জুলাইয়ের ছাত্র গণঅভ্যুত্থানের বীরত্বের পাশাপাশি অবশ্যই ১৫ বছরের ফ্যাসিস্ট, অগণতান্ত্রিক, গণবিরোধী সরকারের বিরুদ্ধে আন্দোলন, সংগ্রামের উল্লেখ থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘হাসিনাবিরোধী সংগ্রামে বিএনপি, ছাত্রদলসহ অন্যান্য দলের ভূমিকা, আত্মত্যাগ ও হাসিনা সরকারের ফ্যাসিবাদী আচরণ, নির্বাচনসহ গণতান্ত্রিক ইনস্টিটিউশন ধ্বংস, দুর্নীতি, লুটপাটের উল্লেখ থাকতে হবে।’
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘ছাত্রদের নেতাকর্মীদের অগ্রণী ও সাহসী ভূমিকা জাতি চিরদিন স্মরণ করবে। ফ্যাসিস্ট হাসিনার পতনে আন্দোলনের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, প্রয়োজনীয় সংস্কার শেষে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার কায়েমের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে বিজয় সুসংহত করতে হবে।’
এমজে