Logo
Logo

রাজনীতি

‘মার্চ ফর ইউনিটি’র নামে মিটিং করতে হয় কেন? প্রশ্ন এ্যানির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ২০:৪৪

‘মার্চ ফর ইউনিটি’র নামে মিটিং করতে হয় কেন? প্রশ্ন এ্যানির

ফাইল ছবি

‘মার্চ ফর ইউনিটি’র নামে কেন মিটিং করতে হয়? প্রশ্ন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ প্রশ্ন করেন।

এ্যানি বলেন, ‘মার্চ ফর ইউনিটির সমাবেশে আমরা লক্ষ্য করেছি, তাদের মুখ থেকে কী ধরনের বাক্য এসেছে, কী ধরনের বক্তব্য এসেছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ (শারীরিক ভাষা) কী ছিল। আমাদের প্রশ্ন, কী কারণে ইউনিটির নামে মিটিং করতে হয়?’

গণতন্ত্রের স্বার্থে আমরা ঐক্য চাই উল্লেখ করে তিনি বলেন, ‘ইউনিটির (ঐক্য) নামে এ ধরনের সমাবেশ, বক্তব্য, ষড়যন্ত্রকারী, লুটপাটকারী ও ফ্যাসিবাদীদের জন্য সহায়ক নয় কি?’

মার্চ ফর ইউনিটি সমাবেশের বক্তব্য প্রদাকারীদের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে এ্যানি বলেন, ‘ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার অনুষ্ঠিত মার্চ ফর ইউনিটির সমাবেশে বেশ কিছু পোস্টার দেখা যায়। তাতে কোনটিতে ‘ভোট ভোট করে যারা, লুটপাটে ব্যস্ত তারা’, ‘কাদের +মির্জা ভাই ভাই, বাংলাদেশে শান্তি নাই’, ‘চাচার বয়সী ছাত্র যারা, বাংলাদেশ গড়বে কেমনে তারা’ ইত্যাদি উল্লেখ ছিল। মিটিংয়ে কেন এ ধরনের বক্তব্য, পোস্টার, বডি ল্যাঙ্গুয়েজ আপনাদের মধ্যে আসবে?’

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের স্বার্থে আমরা ঐক্য চাই। বিগত সরকারের সব গুম, খুন, অন্যায়–অত্যাচারের বিচার চাই। আমরা সবার আগে শেখ হাসিনা ও তার সাঙ্গপাঙ্গদের বিচার চাই।’

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর