Logo
Logo

রাজনীতি

আল্লাহ তায়ালা বিএনপিকে মেনে নিয়েছেন : দুদু

Icon

বাংলাদেশের ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৪, ১০:৩১

আল্লাহ তায়ালা বিএনপিকে মেনে নিয়েছেন : দুদু

বিএনপি, তারেক জিয়া, শহীদ জিয়া ও খালেদা জিয়াকে যারা ভালোবাসে আগামীতে তাদেরই সুদিন আসছে বলে মন্তব্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

তিনি বলেন, আল্লাহ তায়ালা বিএনপি ও তারেক রহমানকে মেনে নিয়েছেন বলে আমার বিশ্বাস। তা না হলে এত বড় পরিবর্তন হতো না। আল্লাহর ইশারায় এত বড় পরিবর্তন হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ কর্মজীবী দল গাজীপুর মহানগর-এর উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ঐক্যই সাফল্যের চাবিকাটি উল্লেখ করে দুদু বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণকে ভোট দেওয়ার সুযোগ যদি দেওয়া হয়, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। আওয়ামী লীগ, ভারতসহ কিছু চোর-ডাকাত বিএনপিকে দেখতে পারে না। এজন্য তারা ইলেকশনকে ঠেকিয়ে রাখতে চায়। যাতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে না পারে। তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ২০ বছর ধরে জনগণ ভোটের অধিকার থেকে  বঞ্চিত। অনতিবিলম্বে একটি নির্বাচন দিতে হবে। তার মানে এই নয় যে আগামীকাল নির্বাচন দিতে হবে। আমরা রোডম্যাপের দাবি করেছি। কখন নির্বাচন দেবেন সময়টাতো আমাদের জানতে হবে। সে সময়টা আমাদের বলেন, দেশের জনগণ ভোট দেওয়ার আশায় বসে আছে।  

আতারা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর