Logo
Logo

রাজনীতি

জামায়াতকে রিজভীর প্রশ্ন

একমাত্র দেশপ্রেমিক দাবি করেন, একাত্তরে ভূমিকা কী

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১৭:০০

একমাত্র দেশপ্রেমিক দাবি করেন, একাত্তরে ভূমিকা কী

ছবি : বাংলাদেশের খবর

একমাত্র দেশপ্রেমিক দাবি করেন, একাত্তরে ভূমিকা কী ছিল?- জামায়াতে ইসলামীকে প্রশ্ন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে সিলেট মহানগরের হুমায়ুন রশীদ চত্বরে একটি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন করেন।

রিজভী বলেন, ‘আজ একটি ইসলামিক রাজনৈতিক দল নিজেদেরকে একমাত্র দেশপ্রেমিক এবং সঙ্গে সেনাবাহিনীকেই শুধু দেশপ্রেমিক বলে দাবি করে। সশস্ত্র বাহিনী সব সময় দেশপ্রেমের পরিচয় দিয়েছে- এটা পরীক্ষিত সত্য। কিন্তু আপনারা নিজেদেরকে যে দেশপ্রেমিক দাবি করেন; আপনাদের কাছে আমার প্রশ্ন- ৭১ এর মহান মুক্তিযুদ্ধে আপনাদের ভূমিকা কী ছিল? আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন? কোন সেক্টর কমান্ডারের নেতৃত্বে যুদ্ধ করেছেন?’

টিপাইমুখ অভিমুখে লংমার্চ করায় হাসিনা ইলিয়াস আলীকে গুম করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নেতা এম. ইলিয়াস আলী দেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন। টিপাইমুখ অভিমুখে লংমার্চ করার কারণে হাসিনা তাকে গুম করে দিয়েছিল। সথে আরও সাড়ে ৬শ নেতাকর্মী আজও নিখোঁজ।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আমরা ভয়ঙ্কর নির্যাতন সত্ত্বেও বুলেটের সামনে দাড়িয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য রাজপথে লড়াই করেছি। আমরা পিছপা হইনি। সাড়ে ১৫ বছর নির্যাতন-নিপীড়ন সহ্য করে আন্দোলন করার ফলে ছাত্র-জনতার জুলাই বিপ্লবে হাসিনার পতন হয়েছে।’

সাড়ে ১৫ বছর আন্দোলনের ফলেই হাসিনার পতন হয়েছে জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের নেত্রীকে কারাগারে নিয়ে নিযাতন করা হয়েছে। সাড়ে ১৫ বছর গণতান্ত্রিক আন্দোলনের ফলেই ছাত্রজনতার জুলাই-আগস্ট বিপ্লবে ফ্যাসিবাদের পতন হয়েছে।’

তিনি বলেন, ‘বিগত দিনে জাতির ঘাড়ে জগদ্দল পাথর চেপে বসেছিল। মানুষ নিশ্বাস নিতে পারতেন না, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারতেন না। রাজনৈতিক দলগুলো মিটিং-মিছিল করতে পারত না। পুলিশ অনুমতি দিলেও যুবলীগ ও ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হতো।’

আওয়ামী লীগের বিচার বিষয়ে রিজভী বলেন, ‘এখন শুনছি আগামী এক বছরে মধ্যে শুধু জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে- এম. ইলিয়াস আলীকে যারা গুম করেছে তাদের বিচার কি হবে না? যারা বিগত সাড়ে ১৫ বছরে গণতান্ত্রিক আন্দোলন চলাকালে মানুষকে হত্যা-নির্যাতন করেছে তাদের বিচার কি হবে না?’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারাক্ষণ দেশ ও মানুষকে নিয়ে চিন্তা করেন। আপনারা তার জন্য দোয়া করবেন। যাতে তিনি সুস্থ শরীরে দেশে প্রত্যাবর্তন করতে পারেন।’

রেজাউল হক ডালিম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর