ছবি : সংগৃহীত
সাম্য, ন্যায় বিচার, অহিংসা ও মানবতার স্লোগান নিয়ে দেশের রাজনীতির মাঠে আসছে নতুন রাজনৈতিক দল ‘দেশ জনতা পার্টি’।
শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ইডিবি ট্রেড সেন্টারের ১১তলায় দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের মূল লক্ষ্য মানবসেবা, কল্যাণ এবং একটি বাসযোগ্য রাষ্ট্র নির্মাণ। এ উপলক্ষে দুপুর ১২টায় গণমাধ্যমের সামনে দলীয় এজেন্ডা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবে ‘দেশ জনতা পার্টি’।
দলটির নেতারা আশা প্রকাশ করেছেন, তারা দেশ ও জনগণের স্বার্থে কাজ করে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন।
অনুষ্ঠানে গণমাধ্যমের উপস্থিতি প্রত্যাশা করেছে দলটি।
এইচকে/এমআই