অহেতুক বিতর্ক না করে দ্রুত নির্বাচন দিন : সিপিবি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ২০:৪৬
ছবি : সংগৃহীত
আগে সংস্কার নাকি নির্বাচন এ নিয়ে অহেতুক বিতর্ক চলতে থাকলে দেশ সংকটের মধ্যে পড়বে। তাই গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে শিগগির জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘ঢাকা সমাবেশে’ সিপিবি নেতারা এ দাবি জানান।
ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম ঢাকায় বড় সমাবেশ করল সিপিবি। সমাবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দলের নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে সিপিবির কয়েক হাজার নেতা-কর্মী ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে লাল পতাকা মিছিল করেন।
সমাবেশে সিপিবির সভাপতি শাহ আলম বলেন, ‘সরকারের সংস্কার প্রস্তাবের উদ্দেশ্য নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশন গঠন হয়েছে এটি ইতিবাচক অগ্রগতি। তবে সংস্কার আগে, নাকি নির্বাচন আগে-এ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করছে কোনো কোনো মহল। সংস্কার ও নির্বাচন সাংঘর্ষিক নয়। এটি একে অপরের পরিপূরক। এটা চলমান প্রক্রিয়া। আগেও স্বৈরাচারী সরকার বলত, গণতন্ত্র চান না উন্নয়ন চান। গণতন্ত্র ও উন্নয়ন সাংঘর্ষিক ছিল না। একই গোলকধাঁধায় ঘুরতে থাকলে সহস্র শহীদের আত্মদানের ফলে গণতন্ত্রের অগ্রযাত্রার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা ক্ষতিগ্রস্ত হবে। দেশ সংকটের মধ্যে পড়বে।
তিনি িবলেন, ‘গণতন্ত্র এবং বৈষম্যমুক্ত সমাজের আকাঙ্ক্ষা জুলাই-আগস্টের মূল লক্ষ্য ছিল। দেশে রাজনৈতিক পরিস্থিতি নাজুক। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। সরকারের নিয়ন্ত্রণে আসছে না। তাই প্রয়োজনীয় সংস্কার করে অতি সত্বর নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ও রোডম্যাপ ঘোষণা করে দেশ জাতিকে সংকট থেকে মুক্ত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘নিয়মিত সরকার প্রতিষ্ঠার ব্যবস্থা করতে হবে। জুলাই–আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত প্রকৃত অপরাধীদের তথ্য যাচাই–বাছাই করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।’
এমআই