দেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয় : মঈন খান
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ২০:৫৭
দেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ। কিন্তু দেশের মানুষ ধর্মান্ধ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
শুক্রবার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর পলাশে সাতদিন ব্যাপী ডাঙ্গা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির এ নেতা বলেন, এ বাংলার মাটিতে হাজার হাজার বছর ধরে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতির মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এখানে বসবাস করে এসেছে। আজকে কিছু কিছু স্বার্থপর মানুষ তারা নিজেদের দুরভিসন্ধি এবং স্বার্থকে ব্যবহার করার জন্যে দেশের ভেতরে ও বাইরে কিছু অপশক্তি মিথ্যাচার করছে। মিথ্যা খবর তৈরি করে বিগত ৫ মাসে বার বার বিভিন্ন রকমের অপচেষ্টা করেছে।
মঈন খান বলেন, আমরা শুধু পরস্পর একইভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বসবাস করে যাব। আমাদের এ সম্প্রীতি কোনো দুষ্ট অপশক্তি ব্যাহত করতে পারবে না।
মহাসম্মেলনে সভাপতিত্ব করেন ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন পলাশ থানা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম স্বপন, পলাশ থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনির প্রমুখ।
সুমন রায়/এমবি