খালেদার বিদেশ যাত্রা নিয়ে দুপুরে সংবাদ সম্মেলন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১১:৫৪
ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরের বর্তমান অবস্থা ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রার বিষয়ে সোমবার (৬ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করা হবে। চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বেলা ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সার্বিক বিষয়ে জানাবেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপির প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
এর আগে রোববার (৬ জানুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা খালেদা জিয়ার গুলশানের বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন। এ সময় জানানো হয়, খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য কুয়েতের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন।
ডিআর/এমজে