খালেদা জিয়ার লন্ডন যাত্রা : নিরাপত্তার চাদরে বিমানবন্দর
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৬:০৬
ছবি : সংগৃহীত
উন্নত চিকিৎসার জন্য অবশেষে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন তিনি।
তার এই যাত্রাকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ সতর্কাবস্থানে রয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক কর্মকর্তারা জানান, বেগম জিয়াকে বিদায় জানাতে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে আসবেন। পরিস্থিতি সামাল দিতে সতর্কাবস্থানে রয়েছে বেবিচক।
এদিকে বিমানবন্দরের বাইরের (ল্যান্ডসাইড) নিরাপত্তায় এয়ারপোর্ট আর্মড পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ডিবি ও সোয়াটের স্পেশাল টিমও বিমানবন্দরে রয়েছে।
বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুঁইয়া বলেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য আজ (মঙ্গলবার) রাত ১০টার ফ্লাইটে লন্ডনের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। এসময় বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরে আসবেন। তাদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা ইতোমধ্যেই সম্পন্ন করেছি। বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থানগুলো আমরা পরিদর্শনও করেছি। নিরাপত্তায় নিয়োজিত এভসেক, এপিবিএনসহ অন্যান্য আইন-শৃঙ্খলারক্ষা বাহিনীও মোতায়েন থাকবে।
তিনি আরও বলেন, বিমানবন্দরের বাইরে ও ভেতরে তার (খালেদা জিয়া) যেন কোনো ধরনের সমস্যা না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা থাকবে। এছাড়া বিমানবন্দরে আগত অন্য যাত্রীদের যাতে কোনো ধরনের নিরাপত্তা সমস্যা না হয়, সে ব্যাপারেও সর্বোচ্চ পদক্ষেপ থাকবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, সবকিছু ঠিকঠাক থাকলে রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-দোহা এবং দোহা থেকে লন্ডনের হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে রওনা দেবেন তিনি।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বাংলাদেশের খবরকে বলেন, নেতাকর্মীদের সমাগম মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) ফোর্স রয়েছে আমাদের সাথে। এছাড়া, ডিএমপির উত্তরা জোনের অন্তত ২০০ অফিসার্স ফোর্স আমাদের সাথে ডিউটি করছেন।
তিনি আরও বলেন, বিমানবন্দর এলাকায় পরিস্থিতি এখনো স্বাভাবিক। আশা করছি, সবকিছু স্বাভাবিকভাবে সামাল দিতে পারব।
এমএম/এসবি