Logo
Logo

রাজনীতি

খালেদার লন্ডন যাত্রা

ফিরোজার সামনে বিএনপি নেতাকর্মীদের ভিড়

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৮:০৬

ফিরোজার সামনে বিএনপি নেতাকর্মীদের ভিড়

ছবি : বাংলাদেশের খবর

উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডন যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে বিদায় দিতে ইতোমধ্যে গুলশানস্থ বাসভবন ফিরোজার সামনে সমবেত হচ্ছেন দলটির নেতাকর্মীরা। বাসভবন এলাকার সড়কগুলোতেও দলটির নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ করা গেছে। 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বিকাল ৩টা নাগাদ ফিরোজায় প্রবেশ করেছেন বলে জানা গেছে। 

বিএনপির মিডিয়া উইং সূত্রে জানা গেছে, রাত ৮টায় বিমানবন্দরের উদ্দেশে বাসভবন থেকে বের হবেন খালেদা জিয়া। ১০টায় লন্ডনের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। এরই মধ্যে বিমানবন্দরেরও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে বাংলাদেশের খবরকে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার।  

বিএনপির মিডিয়া উইংয়ের সাথে কথা বলে জানা গেছে, খালেদা জিয়ার বাসভবনের সামনের রাস্তায় আপাতত গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন। সেই সঙ্গে গণমাধ্যমকর্মীদের সংখ্যাও গত দিনের তুলনায় বেশি দেখা যাচ্ছে। 

জানা গেছে, গুলশান-২ এর বাসা ফিরোজা থেকে রাত ৮টায় চেয়ারপারসনকে নিয়ে গাড়িটি কাকলী গোলচত্বর হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। 

এর আগে সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় কাতারের আমিরের বিশেষ বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। যেটিতে করে তিনি লন্ডন যাওয়ার কথা রয়েছে।

এনএমএম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর