ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র হতে হবে : শিবির সভাপতি
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, রাজশাহী
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৯:২৮
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, অন্তবর্তীকালীন সরকারের জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রে সবার মতামতের প্রতিফলন থাকতে হবে।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
ছাত্রশিবিরের সভাপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থান সবার অংশগ্রহণের মাধ্যমে সম্ভব হয়েছে। আমরা মনে করি, এটি কোনো একক ব্যক্তি, দল বা আদর্শের মধ্য দিয়ে হয়নি। কাজেই ১৫ জানুয়ারি যেটি বলা হয়েছে, আমরা আশা করি এতে সবার মতামতের রিফ্লেকশন থাকবে। ঐকমত্যের ভিত্তিতে যদি এটি গৃহীত হয়, তাহলে এটি বাংলাদেশের জন্য অনেক ভালো ভূমিকা রাখবে।
ক্যাম্পাস রাজনীতির প্রসঙ্গে জাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা যেটা চাইবে সেটাই হবে। হল দখল ও গোলামীর সংস্কৃতির এ কালচার থেকে আমরা বের হতে চাই। এটা সাধারণ শিক্ষার্থীদের দাবি।
তিনি আরও যোগ করেন, অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও যদি কোনো কুলষতা থাকে, তাহলে তাদের অবশ্যই গুণগত ও গঠনমূলক রাজনীতির সাথে সম্পৃক্ত হতে হবে।
কোটা ব্যবস্থা প্রসঙ্গে জাহিদুল ইসলাম বলেন, কোটা ব্যবস্থার ওপরই জুলাই বিপ্লবের ভিত্তি স্থাপিত হয়েছিল। সকল পক্ষকে এক টেবিলে বসে এ বিষয়টির যৌক্তিক সমাধান করা উচিত। তিনি আশা প্রকাশ করেন যে, সকলের অংশগ্রহণে কোটা ব্যবস্থার একটি সঠিক ও কার্যকর সমাধান বের হবে।
জয় খ্রীষ্টফার বিশ্বাস/এমবি