নিজে গাড়ি চালিয়ে মাকে ক্লিনিকে নিয়ে গেলেন তারেক
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৮:২৬
যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণের পর সেখান থেকে সরাসরি যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতাল ‘লন্ডন ক্লিনিকে’ পৌঁছেছেন খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় পৌনে ৫টার দিকে তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে মাকে ক্লিনিকে নিয়ে যান।
এর আগে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে মা খালেদা জিয়াকে দেখেই জড়িয়ে ধরেন তারেক রহমান। এ সময় তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
বুধবার (৮ জানুয়ারি) দুপুর ২টা ৫৮ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান।
খালেদা জিয়াকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে ছিলেন।
এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। ওই সময় তার গাড়িবহরের পাশে ছিল দলীয় নেতাকর্মীদের ভিড়। তাকে বিদায় জানানোর জন্য পথে পথে নেতাকর্মীদের ঢল নেমেছিল।
সর্বশেষ তিনি লন্ডন যান ২০১৭ সালের জুলাই মাসে। দীর্ঘ সাড়ে সাত বছর পর লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে দেখা হলো তারেক রহমান ও পরিবারের। খালেদা জিয়ার এই সফরে সাত চিকিৎসকসহ লন্ডন গিয়েছেন ১৫ জন।
নানা শারীরিক জটিলতা, জীবনমৃত্যুর সন্ধিক্ষণ কাটিয়ে অবশেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে পা রাখলেন। দেশে ফেরার পথে ওমরাহ পালন করতে পারেন তিনি। পুরোপুরি সুস্থ হয়ে গণতন্ত্রের লড়াই করতে আবার দেশে ফিরবেন বলে প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের।
এনএমএম/এমজে