Logo

রাজনীতি

৫ মাসে আপনার সফলতার চেয়ে ব্যর্থতা বেশি : ইউনূসকে মান্না

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৪:১৩

৫ মাসে আপনার সফলতার চেয়ে ব্যর্থতা বেশি : ইউনূসকে মান্না

ছবি : বাংলাদেশের খবর

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘গত পাঁচ মাসে আপনার সফলতার চেয়ে ব্যর্থতা বেশি।’ 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে সরকারের ভ্যাট আরোপ সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

মান্না বলেন, ‘আপনি নোবেল পেয়েছেন প্রান্তিক মানুষকে নিয়ে কাজ করে। আপনি যদি প্রান্তিক মানুষের কষ্ট না বোঝেন, তাহলে আর কেউ বুঝবে না।’

তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এমন পরিস্থিতিতে সরকার আবার শতাধিক পণ্যে ভ্যাট বাড়িয়েছে। এ সরকার টিসিবির ট্রাকে পণ্য বিক্রি সিদ্ধান্ত নিয়েছে। আমি এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই। নিম্ন আয়ের মানুষকে কষ্ট দিয়ে কোনো সরকার টিকে থাকতে পারে না।’ 

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘সংস্কারের সাথে নির্বাচনের সম্পর্ক নেই। দেশে রাজনৈতিক অনেক সিদ্ধান্ত প্রয়োজন। যা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার ছাড়া নেওয়া যায় না।’ 

এসআই/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর