Logo

রাজনীতি

বিএনপির দাবি, জুলাই-আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৫:৫৯

বিএনপির দাবি, জুলাই-আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব

চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে দাবি করেছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটি নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির এ আহ্বানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমরা বারবার বলেছি, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এটি গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। আমরা মনে করি, এই বছরের মাঝামাঝি সময়, অর্থাৎ জুলাই-আগস্টের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব।’

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে। বর্তমানে দেশে একটা রাজনৈতিক স্থিতিশীলতা এসেছে। দেশের বৃহত্তর স্বার্থে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন নির্বাচন আয়োজনের ব্যবস্থা নেওয়া হয়।’

মির্জা ফখরুল জানান, গত সোমবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। যেখানে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 

তিনি বলেন, ‘আমরা মনে করি, নির্বাচন পেছানোর কোনো কারণ নেই। যত বিলম্ব হচ্ছে, ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাচ্ছে।’

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিরুদ্ধে দলের সুস্পষ্ট অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন আগে হওয়া উচিত। কারণ বর্তমানে গোটা জাতির ফোকাস জাতীয় সংসদ নির্বাচনের ওপর।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় সরকার দেশ চালায় না, দেশ চালায় জাতীয় সংসদ। গণতন্ত্রের মূল প্রতিষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ।’

বিএনপির মহাসচিব নির্বাচন কমিশনের প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, ‘নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলেছে, তারা জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত।’

তিনি জানান, নির্বাচনের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা যেমন ভোটার তালিকা হালনাগাদ, প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়োগ, সবকিছু এক-দুই মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব।

চব্বিশের গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের কাছ থেকে খসড়াপত্র পেয়েছি। এটি একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। এ নিয়ে আমাদের দলের মধ্যে আরও আলোচনা চলবে।’

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিবের সাথে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান।

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর