Logo

রাজনীতি

জুলাই ঘোষণাপত্রের সর্বদলীয় বৈঠকে অংশ নেবে বিএনপি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৫:৩৩

জুলাই ঘোষণাপত্রের সর্বদলীয় বৈঠকে অংশ নেবে বিএনপি

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নেবে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান। 

তিনি জানান, বৈঠকে বিএনপির একজন প্রতিনিধি অংশ নেবেন। তিনি হলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এর আগে সকাল থেকে বিএনপি সর্বদলীয় বৈঠকে অংশ নিবে কিনা এ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে বিকেল ৪টায় শুরু হবে এ বৈঠক। চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। বৈঠকে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। 

এসআইবি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর