‘শহীদ জিয়ার নাম মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না’
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৬:৪২
ছবি : বাংলাদেশের খবর
শহীদ জিয়ার নাম মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে জাতীয় শিশু-কিশোর সংগঠন কমলকলি’র উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সেলিমা রহমান বলেন, ‘দীর্ঘ ১৭ বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মহান মুক্তিযুদ্ধে অবদান ও রাষ্ট্র গঠনে তার ভূমিকাকে মুছে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। এরপরও আজকে কমলকলি’র উদ্যোগে শিশু-কিশোররা যে শহীদ জিয়ার প্রতিচ্ছবি অঙ্কন করেছে তাতেই প্রমাণ হয় শত ষড়যন্ত্র করেও শহীদ জিয়াকে এ দেশের মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। পাঠ্যপুস্তকে শহীদ জিয়ার বীরত্বগাঁথা ইতিহাস অন্তর্ভুক্ত ও শহীদ জিয়া শিশু পার্ক পুনঃস্থাপনের দাবি জানাচ্ছি।’
কমলকলি’র সভাপতি গোলাম কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হাই সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব.শে.মু.র. কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল হালিম খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকমল বড়ুয়া, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক আব্দুল করিম খান প্রমুখ।
এইচকে/এমআই