Logo

রাজনীতি

একদলীয় সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় : নাসিরউদ্দিন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৯:০৪

একদলীয় সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় : নাসিরউদ্দিন

ছবি : বাংলাদেশের খবর

একদলীয় সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। 

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে ‌‘মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস’ শিরোনামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয় আয়োজিত এক ছাত্র সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। 

বিএনপিসহ সব রাজনৈতিক দলকে নতুন সংবিধান গড়ার আহ্বান জানিয়ে নাসির উদ্দিন বলেন, একদলীয় সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আমাদেরকে বহুদলীয় গণতন্ত্রের একটি সংবিধান দিতে হবে। যেই সংবিধান তৈরিতে ২৪-এ যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে। 

গণপরিষদ নির্বাচনের জন্য নেতাকর্মীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই নির্বাচনের মধ্যেই রয়েছে বাংলাদেশে আগামী দিনের সম্ভাবনা এবং ভবিষ্যৎ। সংস্কার প্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করলে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে নাগরিক কমিটির এ নেতা বলেন, রক্ত দিয়েছি, রক্ত আরও দেবো। বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।  

এ সময় নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধা, পাহাড়ের সহযোদ্ধা, সমতলের সহযোদ্ধা- আসুন সবাই ঐক্যবদ্ধ হই। মুজিববাদের একদলীয় সংবিধান থেকে বের হয়ে আমরা বহুদলীয় সংবিধানের দিকে যাত্রা করি।’ 

এসআইবি/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর