‘রাষ্ট্র পুনর্গঠনেও জামায়াত ঐতিহাসিক দায়িত্ব পালন করবে’
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৭:৪৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন বলেছেন, রাষ্ট্র সংস্কারে জামায়াত ভূমিকা রাখছে। বিগত ১৭ বছরে রাষ্ট্র ধ্বংস করা হয়েছে। রাষ্ট্র পুনর্গঠনেও জামায়াত ঐতিহাসিক দায়িত্ব পালন করবে।
শনিবার (২৫ জানুয়ারি) স্থানীয় ইউরেসিয়া কনভেনশন সেন্টারে দিনব্যাপী চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী আয়োজিত রুকনদের (সদস্য) বার্ষিক ওরিয়েন্টেশন ও শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোবারক বলেন, আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতি অধিক আগ্রহে বসে আছে। দেশ পরিচালনায় জামায়াতে ইসলামী সকল প্রস্তুতি গ্রহণ করেছে। জাতীয় রাজনীতিতে জামায়াত গুণগত পরিবর্তন আনতে চায়।
এই নেতা বলেন, দেশ ও জাতির সেবা করার জন্য জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। একটি বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াতের সকাল পর্যায়ের নেতাকর্মীরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি গ্রহণ করেছে।
জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর সভাপতিত্বে ও সেক্রেটারি এডভোকেট মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সভাপতি মাওলানা আব্দুস শহীদ নাছিম, জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল,সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, জাহাঙ্গীর আলম প্রধান ও হারুন আর রশীদ ওসমানী।
আলআমিন ভূঁইয়া/এটিআর