Logo

রাজনীতি

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখা পুনর্গঠন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৫:১৪

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখা পুনর্গঠন

ছবি : সংগৃহীত

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার ২০২৫-২০২৬ সেশনের জন্য শাখা পুনর্গঠন সম্পন্ন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে মহানগরী দক্ষিণ খেলাফত মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ অধিবেশনে শুরা সদস্যদের ভোটে নতুন এই কমিটি গঠন করা হয়। 

মজলিসে শুরায় মাওলানা আজিজুল হক সভাপতি এবং মোহাম্মদ আবুল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছরের জন্য শাখার দায়িত্ব পালন করবেন।  

নতুন নির্বাহী পরিষদের অন্যরা হলেন
সহসভাপতি, মাওলানা নুরুল হক, মাওলানা ফারুক আহমদ ভূইয়া, জনাব আবদুর রহমান, মুফতি সাইফুল হক ও মল্লিক মোহাম্মদ কিতাব আলী।

সহসাধারণ সম্পাদক, হুমায়ুন কবীর আজাদ, কাজী আরিফুর রহমান ও মোস্তাফিজুর রহমান ইরান। সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক সেলিম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মনসুরুল আলম মনসুর, বায়তুলমাল সম্পাদক আবদুল হান্নান সরকার, দাওয়াহ বিষয়ক সম্পাদক মো. গিয়াস উদ্দিন ওলামাবিষয়ক সম্পাদক মাওলানা শরীফ আহমদ উল্লাহ। 

এছাড়া দফতর সম্পাদক এডভোকেট এএসএম সানাউল্লাহ, শ্রমবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সংস্কৃতিবিষয়ক সম্পাদক ড. আনিসুর রহমান শিপলু, সমাজকল্যাণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক, এবিএম শহীদুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদিকা মমতাজ বেগম এবং যুব ও আইনবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট এনায়েত রাব্বি একরাম।

অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় মহাসচিব ড.আহমদ আবদুল কাদের বলেন, জুলাইয়ের স্বাধীনতা অর্জনের জন্য যে প্রাণ ও রক্তের বিনিময় হয়েছে, তা রক্ষা করতে হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের পুনর্বাসন রুখে দিতে হবে।’ 

এসময় তিনি নেতাকর্মীদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।

ডিআর/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর