ফাঁসি হওয়া নেতাদের স্মরণ করে কাঁদলেন জামায়াত আমির
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪০
সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মী সম্মেলনে ফাঁসি হওয়া নেতাদের স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমাদের পাঁচজন দায়িত্বশীলকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসির দড়ি তাদের কাছে পায়ের জুতার ফিতার মতো মনে হয়েছি।’
শনিবার (১ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ শহরে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কর্মী সম্মেলন হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াত আমির।
শফিকুর রহমান বলেন, ‘গণহত্যার বিচার হতে হবে। বিগত সময়ে এবং ছাত্র-জনতার আন্দোলনের সময় যারা মানুষ হত্যা করেছে, তাদের বিচার এ দেশে নিশ্চিত করতে হবে। নির্বাচন প্রয়োজনে আরও পরে দেওয়া হোক।’
তিনি বলেন, ‘ধোঁকাবাজির রাজনীতি যারা করবে তাদের মাধ্যমে দেশের আমূল পরিবর্তন সম্ভব নয়। আমাদের দেশের নেতারা বলে দেশের চেয়ে দল বড়। কিন্তু আমরা দেখি দলের চেয়ে ব্যক্তি বড়। অনেকেই আমাদের পাসপোর্ট-ভিসা-টিকিট ছাড়াই অমুক দেশে তমুক দেশে পাঠিয়ে দিতেন। কিন্তু তারাই এখন পালিয়ে গেলেন পাসপোর্ট-ভিসা ছাড়া।’
জামায়াতের ইসলামী ক্ষমতায় যেতে পারলে শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানান করেন জামায়াতের এই শীর্ষ নেতা। বলেন, ‘আমরা যে আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলব, সে শিক্ষা হবে কর্মমুখী শিক্ষা।’
ডা. শফিক বলেন, ‘আমাদের নেতারা মামলা বাণিজ্যর সাথে জড়িত না। কেউ যদি অপরাধ করে তাকে আইনের আওতায় নিয়ে আসুন। কিন্তু নিরীহ কাউকে হয়রানি করা যাবে না।’
ডিআর/এমজে