Logo

রাজনীতি

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হতে হবে : জামায়াত আমির

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৯

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হতে হবে : জামায়াত আমির

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি হতে হবে। ন্যূনতম সংস্কারগুলো না হলে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না। এমন একটি নির্বাচন হওয়া প্রয়োজন যেখানে প্রত্যেকে তাদের ভোটাধিকার প্রদান করতে পারবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মুহুরি নদী ও বল্লামুখার বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অতীতে বেড়িবাঁধ নির্মাণে দুর্নীতি হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, বেড়িবাঁধ বারবার ভাঙার কারণ হচ্ছে এসব কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে। দুর্নীতি না হলে বাঁধ নির্মাণে প্রতি বছর কেন বাজেট দিতে হয়। বাঁধ নির্মাণে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয়নি বলেও তিনি অভিযোগ করেন।

বন্যাকে লংকাকান্ড হিসেবে আখ্যায়িক করে তিনি বলেন, হঠাৎ লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত ও অসহায় হয়ে গেছে। তিনি বলেন, বল্লামুখার বাঁধে দুই দেশের সীমান্ত রয়েছে। ভাঙ্গনকবলিত অংশটি ভারতের নোম্যান্সল্যান্ডে পড়েছে। তাদের এ ভাঙ্গনের কারণে আমাদের দেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। এজন্য ভারতের সাথে স্থায়ী সমাধানে পৌঁছাতে হবে। টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। 

গ্রামকে দেশের হৃৎপিণ্ড উল্লেখ করে তিনি বলেন, গ্রাম থাকলে দেশ বাঁচবে। ফেনীবাসীর যৌক্তিক দাবিকে আমরা পূর্ণ সমর্থন করি।

ডা. শফিকুর রহমান বলেন, প্রত্যেক সচেতন মানুষকে জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে। দেশের পরিবর্তনে শহীদদের মতো প্রবাসীদের কাছেও আমরা ঋণী।

পরে পরশুরাম সোনালী ব্যাংক চত্বরে উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত এক পথসভায় জামায়াত আমির বলেন, গত ৫ আগস্টের পর বাংলাদেশের উপর ভারত যে দুর্ভোগ চাপিয়ে দিয়েছিল তার কারণ পরশুরাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর একেবারে ভেসে গিয়েছিল। ছিল না সাধারণ মানুষের শান্তি।

তিনি আরও বলেন, দেশকে ভালো রাখতে হলে, ভালো জায়গায় নিতে হলে, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত দেশ দরকার। যেখানে কোনো দুর্নীতি ও দুঃশাসন থাকবে না। একমাত্র কোরআনের শাসন ব্যবস্থা থাকলে সবই সম্ভব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই কোরআনের শাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

ডা. শফিকুর রহমান বলেন, আমরা আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন চাই। এদেশে কোরআনের আইন কায়েম হলে হাতে হাত, কাঁধে কাঁধ রেখে কাজ করা যাবে। কোনো বৈষম্য থাকবে না। সবাই সুবিচার পাবে এদেশের মানুষ নিরাপদে বসবাস করবে। এদেশের মানুষের না আছে সম্মান, না আছে নিরাপত্তা। আমরা কোরআনে রাষ্ট্র গঠন করতে পারলে কোরআনের আইনে ভিত্তিতে কাজ করব।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, একেম সামসুদ্দিন প্রমুখ।

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর