Logo

রাজনীতি

উপদেষ্টা হয়ে রাজনৈতিক কথা বলতে পারেন না : ড. ইউনূসকে মান্না

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৯

উপদেষ্টা হয়ে রাজনৈতিক কথা বলতে পারেন না : ড. ইউনূসকে মান্না

প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘উপদেষ্টা হয়ে রাজনৈতিক কথা বলতে পারেন না।’

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে নোয়াখালী ও কুমিল্লায় যৌথবাহিনীর হেফাজতে যুবদল নেতা নৃশংস হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে মান্না সরকারের গত ৬ মাসের কাজের সমালেচনা করেন। তিনি বলেন, ‘সবাই এখন জানতে চায় সংস্কার কি হবে? কোথায় ঐক্য? এখন তো সবাই নিজের আখের গোছাচ্ছে। একটা দলকে অভিযোগ দিচ্ছে আরেকটা দলকে এগিয়ে দেওয়া হচ্ছে। সরকার প্রধানও প্রকারান্তরে সেই দলেরই পক্ষ নিচ্ছেন। তিনি ক্ষমতায় থেকে রাজনৈতিক চর্চা করতে পারেন না। উপদেষ্টা হয়ে রাজনৈতিক কথাও বলতে পারেন না।’

তিনি বলেন, ‘ক্ষমতাকে ব্যবহার করে দল বানালে সেই দলে দেশের জনগণ যাবে না।’

 একটি পক্ষকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কেউ মুক্তিযুদ্ধ করেছে সে জন্য কি তাকে ১০ বিঘা জমি লিখে দিতে হবে? এটা কি কোথাও বলা আছে।’ 

মান্না বলেন, ‘প্রধান উপদেষ্টার কোনো রাজনৈতিক দলের জন্য বিশেষ সুযোগ করে দেওয়ার এখতিয়ার নেই।’

বিতর্ক সৃষ্টিকারীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে সরকারকে বলেন, ‘যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া উচিত।’ 

কুমিল্লায় যুবদল নেতা তৌহিদের শরীরে কেন দাগ দেখা গেল, জানতে চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘বর্তমান সরকারের গত ৬ মাস মেয়াদের সবচেয়ে বড় কলঙ্ক এটি।’

মান্না বলেন, ‘তৌহিদের শরীরে কেন দাগ দেখা গেছে- এই ব্যাখা সরকারকে দিতে হবে। এবং সেই ব্যাখ্যা যেন গ্রহণযোগ্য হয়। এ নিয়ে নতুন করে কোনোরকম ইস্যু তৈরি হোক সেটা আমরা চাই না। তিনি প্রশ্ন রেখে বলেন, ড. ইউনুস এ ইস্যুতে চুপ কেন?’ 

আওয়ামী লীগের নেতাকর্মীদের লিফলেট বিতরণ নিয়ে তিনি বলেন, ‘কত বড় লজ্জার কথা! প্রেস ক্লাবেও তারা লিফলেট বিতরণ করল। অথচ বিতরণ শেষে প্রেস উপদেষ্টা প্রজ্ঞাপন দিলেন গ্রেপ্তার করা হবে। কিন্তু গত ছয় মাস কই ছিলেন? তারা তো ঘোষণা দিয়েই লিফলেট বিতরণ করেছে।’

এনএমএম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর