Logo

রাজনীতি

ভারতের আচরণে মনে হচ্ছে তাদের গুপ্তধন হাতছাড়া হয়ে গেছে : রিজভী

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৫

ভারতের আচরণে মনে হচ্ছে তাদের গুপ্তধন হাতছাড়া হয়ে গেছে : রিজভী

ভারতের আচরণে মনে হচ্ছে তাদের গুপ্তধন হাতছাড়া হয়ে গেছে উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘মনে হচ্ছে, ভারত অনেক দিন ধরে যে গুপ্তধন সঞ্চয় করেছিল, সেই গুপ্তধন হাতছাড়া হয়ে গেছে। ‘তাদের কথায় মনে হয়, সেই গুপ্তধনের উপরে একটা দানব যেন শুয়ে আছে।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশের কাছে এমনটা কাম্য নয়। তারা ফ্যাসিস্টের পক্ষ নিয়ে বয়ান তৈরি করছে। আমার অবাক লাগে, তাদের নির্লজ্জভাবে বয়ান তৈরি দেখে। তারা বাংলাদেশের পরিবর্তন সহ্য করতে পারছেন না। আমরা গণতান্ত্রিক দেশের কাছে এটা আশা করি না। অদ্ভুত ব্যাপার, তারা বলছে, বাংলাদেশ থাকবে না! কীভাবে এমন কথা বলতে পারে তারা? স্বাধীন একটা দেশ নিয়ে? এসব তো আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন।’  

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘প্রতিবিপ্লব কিন্তু উঁকিঝুঁকি মারে।’

দুর্ভিক্ষ ঠেকাতে নাগরিক স্বাধীনতার দরকার হয় জানিয়ে রিজভী বলেন, ‘দুর্ভিক্ষও ঠেকানো যায়, নিরসন করা যায়, মোকাবিলা করা যায়। যদি নাগরিক স্বাধীনতা নিশ্চিত থাকে, তথ্যের অবাধ প্রবাহ থাকে।‘ 

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর