Logo

রাজনীতি

আমরা যেন হাসিনার ফাঁদে পা না দেই : মির্জা ফখরুল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৯

আমরা যেন হাসিনার ফাঁদে পা না দেই : মির্জা ফখরুল

শেখ হাসিনার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশে ফিরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা যেন হাসিনার ফাঁদে পা না দেই। দেশে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। আমাদের অত্যন্ত সাবধানতার সাথে পা ফেলতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব-স্বাধীনতা রক্ষা করতে হবে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে তিনি বলেন, ‘খালেদা জিয়া ভালো আছেন। চিকিৎসা চলছে।’ 

অপারেশন ডেভিল হান্ট বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘অনেক দিন পর সরকারের বোধোহয় হয়েছে, সে জন্য তাদের ধন্যবাদ জানাই।’

ডিআর/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর