Logo

রাজনীতি

ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর মির্জা ফখরুল

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৭

ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে মির্জা ফখরুলের ইসলামের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের একটি দল। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছে বিএনপি।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে বেরিয়ে মির্জা ফখরুল রাতে গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন।

একই সঙ্গে তিনি জানিয়েছেন যে, সাম্প্রতিক সময়ের ঘটনাগুলোর দায় সরকার এড়াতে পারে না।

পাশাপাশি মিথ্যা রাজনৈতিক মামলায় নেতাকর্মীদের হয়রানি করা মামলাগুলো প্রত্যাহার করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির প্রতিনিধি দলটি।

এ সময় মির্জা ফখরুল আরও বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার উদ্যোগ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাসহ সেখানে যারা ছিলেন তারা অতি দ্রুত একটি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করছেন। প্রধান উপদেষ্টা এও বলেছেন— ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দেওয়ার জন্য তারা কাজ করছেন। আমরাও আশা করব জনগণের প্রত্যাশা এবং প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে সরকার।

মির্জা ফখরুল বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা প্রত্যাশা করছি এবং জনগণও তা প্রত্যাশা করছে।

এনএমএম/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর