Logo

রাজনীতি

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৭

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ আজ

ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠন গঠন হচ্ছে আজ। শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। সংগঠনটির স্লোগান হবে ‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’।

নতুন সংগঠনের নেতৃত্ব নিয়ে জানা গেছে, কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার, আর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হবেন আব্দুল কাদের। 

শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং নিয়মিত ছাত্রদের নেতৃত্বে আনা—এসব লক্ষ্য নিয়ে কাজ করবে এই সংগঠন। 

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংগঠনের নেতা নির্বাচনে সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর নির্ধারণ করা হয়েছে। আর বিশ্ববিদ্যালয় কমিটিতে অনার্সে ভর্তির পর সর্বোচ্চ সাত বছর সদস্য বা পদ পাওয়ার সুযোগ থাকবে।

এসআইবি/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর