Logo

রাজনীতি

‘ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি’

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩০

‘ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি অভিযোগ করেন যে, নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম বন্ধ হলেও ছাত্রদলের মধ্যে তার প্রতিচ্ছবি ফুটে উঠছে।

তিনি বলেন, ‘ছাত্রদল ছাত্র শিবিরের ওপর হামলা চালিয়ে প্রমাণ করছে যে তারা নিষিদ্ধ ছাত্রলীগের কৌশল অনুসরণ করছে। সম্প্রতি গাজীপুরে তামিরুল মিল্লাত মাদ্রাসায় ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি রাকিবের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। একইভাবে কুয়েটের প্রতিবাদ মিছিলে অংশ নেওয়ার কারণে ছাত্রদল কর্মীরা শিবির কর্মীদের ওপর হামলা চালিয়েছে।’

সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ, খুন, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের তীব্র নিন্দা জানানো হয়। ছাত্র শিবিরের সভাপতি বলেন, ‘সরকার যদি এসব অপরাধ দমন করতে ব্যর্থ হয়, তবে তাদের ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত।’

এছাড়া, সংবাদ সম্মেলনে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানানো হয় এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলা হয়। বলা হয়, ‘অন্তর্বর্তী সরকারের ৫৬ মাস পূর্ণ হলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকা বাস্তবায়নে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এএইচএস/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর